বর্ষার প্রথম দিনে আজ রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র বলেন, রাজশাহী অঞ্চলের উপর দিয়ে গত কয়েক দিন থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। বর্তমানে তা তীব্র আকার ধারণ করেছে। ভারী বৃষ্টি না হলে কমার সম্ভাবনা নেই।
তিনি বলেন, দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। কিন্তু শুক্রবার (১৫) জুন বেলা ৩টায় রাজশাহীতে ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি বছরের সর্বোচ্চ।
এদিকে, ওষ্ঠাগত গরমে ঈদের ছুটিতে রাস্তা-ঘাট দুপুরের পর থেকে ফাঁকা হয়ে পড়েছে। শেষ মুহূর্তে ঈদ বাজারে দেখা দিয়েছে মন্দাভাব। তাপপ্রবাহ মাথায় নিয়ে জুমাতুল বিদার নামাজ আদায় করেছেন রাজশাহীর মানুষ।
বিডি প্রতিদিন/১৫ জুন ২০১৮/হিমেল