অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। সকাল ৯টার দিকে বৈঠক শুরু হয়ে ১০টায় শেষ হয়। বৈঠক শেষে দুজন প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।
রবিবার সকালে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে শনিবার বিকালে ঢাকা পৌঁছান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখার জন্যই তিনি বাংলাদেশ সফরে এসেছেন।
আগামীকাল সোমবার বাংলাদেশ বিমানের উড়োজাহাজে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা দেবেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন