ঢাকা রেঞ্জের সেরা নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন। রবিবার সকালে ঢাকা ডিআইজি রেঞ্জ অফিসে শরফুদ্দিনের হাতে সেরা অতিরিক্ত পুলিশ সুপারের স্মারকপত্র তুলে দেওয়া হয়।
ওই সময় সেখানে উপস্থিত ছিলেন ডিআইজি আবদুল্লাহ চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, আবু কালাম সিদ্দিক ও অতিরিক্তি ডিআইজি আসাদুজ্জামানসহ প্রমুখ।
পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই পুলিশ সুপার প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। এই জন্যই তাকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়।
মো. শরফুদ্দিন জানান, নারায়ণগঞ্জের মানুষের দোয়ায় এ সম্মান অর্জন পেরেছি। সারা জীবন যেন পুলিশ হিসেবে জনগণের বন্ধু হয়ে থাকতে পারি এই কামনা করি।
বিডি প্রতিদিন/ফারজানা