রাজধানীর কালশী ফ্লাইওভার থেকে মোটরসাইকেলযোগে নামার সময় বাসচাপায় শাহরিয়ার সৌরভ সেজান (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
সেজান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৩৯তম আবর্তনের সাবেক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে রাজধানীর কালশী ফ্লাইওভার থেকে মোটরসাইকেলযোগে নামার সময় বসুমতি (ঢাকা মেট্রো ব- ১৪২৬১০) নামে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় সে মোটরসাইকেল থেকে ছিটকে বাসের নিচে চাপা পড়েন। পরে গুরুত্বর আহত অবস্থায় সিজানকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/১ জুলাই ২০১৮/হিমেল