খুলনায় বিশ্বকাপ ফুটবল নিয়ে সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় আতঙ্ক বাড়ছে। এরই মধ্যে পৃথক ঘটনায় তিনজনকে কুপিয়ে জখম ও কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সতর্কাবস্থায় রাখা হয়েছে পুলিশকে।
জানা যায়, খুলনা মহানগরীর পাড়া-মহল্লায় এবারই প্রথমবারের মতো বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল দেখার আয়োজন করা হচ্ছে। কোথাও কোথাও সড়ক বন্ধ করে স্থানীয় যুবকরা খেলা দেখার ব্যবস্থা করছেন। এসব জায়গায় দু’দলের সমর্থকদের মধ্যে বিতর্কের জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটছে।
পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে আর্জেন্টিনা-ফ্রান্স খেলা দেখাকে কেন্দ্র করে প্রতিপক্ষ বখাটে যুবকদের হামলায় খালিশপুর দুর্বার সংঘ ক্লাবের সামনে ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে মহানগর আদালতের আইনজীবী সহকারী রেজাউল করিম লিটনকে (৩৮) কুপিয়ে জখম করা হয়েছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে ১৮ জুন মহানগরীর মহেশ্বরপাশা এলাকায় আর্জেন্টিনা সমর্থক মো. শুকুর হাওলাদার (৩৫) ও তার স্ত্রী মিনু আক্তারকে (২৫) কুপিয়ে জখম করে ব্রাজিল সমর্থকরা। এ ঘটনায় ৬ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র উত্তেজনা ক্রমশ বাড়ছে। ফলে সতর্কবস্থায় রয়েছে পুলিশ। রাতের বেলায় খেলা শুরুর পর থেকেই পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে যে সব জায়গায় বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১ জুলাই ২০১৮/হিমেল