সোমবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আগে বিকেল ৫টার দিকে বিএনপির কয়েকজন স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা গুলশানে বৈঠকে বসবেন। ওই বৈঠকে তিন সিটির নির্বাচন পরিস্থিতি, জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের ঢাকা সফর নিয়ে আলোচনা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন