রাজধানীর যাত্রাবাড়ীতে ৯০ বছরের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আমিরুন বেগম (৯০)। ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি বাধা ঝুলন্ত অবস্থায় আজ তার লাশ উদ্ধার করা হয়।
বৃদ্ধার ছেলের বউ আয়েশা বেগম জানান, দক্ষিণ যাত্রাবাড়ী ঈদগা মাঠের পাশে জহিরউদ্দিনের টিনসেট ভাড়া বাসায় তারা থাকতেন। বৃদ্ধার ছেলে সিএনজি চালক। তিনি সকালে কাজে চলে যান। ছেলের বউ ছিলেন বাজারে। সেখান থেকে ফিরে এসে দরজা বন্ধ পান তিনি।ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পান, ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলছিলেন। পরে আশপাশের লোকজন দরজার ছিটকানি ভেঙ্গে তাকে উদ্ধার করে। পরে সংবাদ শুনে ছেলে ফরিদ মিয়া ছুটে আসেন। তিনি বলেন, মা আমার সাথে ৮ বছর থাকেন। কিছুদিন যাবত মানুষিক সমস্যা ভুগছিলেন। তাদের বাড়ি বরিশালের বাকেরগন্জ, কৃষ্ণকাটি গ্রামে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য আজ বেলা ১১টায় ঢামেক মর্গে নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া।
বিডি প্রতিদিন/এ মজুমদার