প্রায় ৫ মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান। সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।
এর আগে, একবার জামিনে মুক্তির পর রাজিব আহসানকে কারাফটক থেকে আটক করে ডিবি পুলিশ। ছাত্রদল সভাপতির মুক্তির বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন দলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী।
গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনের স্কাউট মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসানসহ কমপক্ষে ১৫ জনকে আটক করে পুলিশ। এতিমদের জন্য পাঠানো ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডের প্রতিবাদে ওই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম