নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ‘রাসেল গার্মেন্টস’ নামে একটি রফতানিমুখী পোশাক কারখানার গুদাম ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ কাপড় পুড়ে গেছে। সোমবার দুপুর ১টায় ফতুল্লার ভূইগড়ে এলাকার ওই গার্মেন্টসের টিনসেডের গুদাম ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিকপক্ষ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ওই কারখানা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের এমপি ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান।
রাসেল গার্মেন্টের পরিচালক বিকাশ চন্দ্র সাহা বলেন, কারখানায় প্রায় ১৫০০ শ্রমিক কাজ করে। দুপুর ১টায় গার্মেন্টসে মধ্যাহ্ন বিরতি দেয়া হয়। এরপর পোষাক তৈরির জন্য রাখা কাপড়ের গুদাম ঘরে হঠাৎ আগুন ধরে যায় এবং তাৎক্ষণিক পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের পর নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানানো সম্ভব হয়নি। তবে অর্ধকোটি টাকার বেশি ক্ষতি হতে পারে বলে মালিকপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম