জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজিব আহসান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার (২ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
বিষয়টি নিশ্চিত করে ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটওয়ারি জানান, ২৮ মামলায় আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন ছাত্রদল সভাপতি রাজিব আহসান।
উল্লেখ্য, গত ৮ ফেব্রয়ারি ঢাকার নয়াপল্টন থেকে তাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। মাগুরা থানার সর্বশেষ মামলায় ৩১ মে হাইকোর্ট থেকে জামিন হলে ১৪ই জুন কারাগার থেকে বের হওয়ার সময় কারাফটক থেকে পুনরায় তাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে রমনা থানার মামলায় পুনরায় হাইকোর্ট থেকে জামিন পেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার রাতে জামিনে মুক্ত হন তিনি।
বিডি প্রতিদিন/২ জুলাই ২০১৮/হিমেল