জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসামিদের আপিল এবং সাজা বাড়াতে দুদকের আবেদনের শুনানি পিছিয়ে ৮ জুলাই দিন ঠিক করেছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।
৩১ জুলাইয়ের মধ্যে আপিল মামলার নিষ্পত্তিতে উচ্চতর আদালতের আদেশ পুর্নবিবেচনা চেয়ে আবেদন করেছেন খালেদা জিয়া। তাই হাইকোর্টে আপিল শুনানি মুলতবি চেয়ে আবেদন করেছিলেন খালেদা। মুলতবি আবেদনের নিষ্পত্তি করে হাইকোর্ট ৮ জুলাই দিন ঠিক করে দেন।
আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিডি প্রতিদিন/এ মজুমদার