গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় একটি কারখানায় ও গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে ওই কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানান জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন