রাজধানীর বনানী সংলগ্ন এলাকায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত (৬০) ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ রবি উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সকালের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে সাদা-কালো চেক শার্ট ও চেক লুঙ্গি রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/৪ জুলাই ২০১৮/হিমেল