রাজধানীর বিমানবন্দর এলাকায় গোল চত্বরে বিআরটিসি দ্বিতল বাসের ধাক্কায় নাজমুল হাসান (৩২) নামে পাঠাও এর এক যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান একটি প্রাইভেট কোম্পানিকে চাকরি করতেন। ময়না তদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাঠাও চালক তার যাত্রী নাজমুল হাসানকে নিয়ে গোল চত্বর দিয়ে যাওয়ার সময় একটি বিআরটিসি দ্বিতল বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুল হাসান মারা যান।
দুর্ঘটনায় পাঠাও চালক সামান্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম