গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে মিষ্টি খাওয়ালেন নবনির্বাচিত আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর আলম।
বুধবার দুপুরে টঙ্গী আউচপাড়া মিত্তিবাড়ি আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনে সৌজন্য এ সাক্ষাৎ হয়। এরপর দু'জনই একে অন্যের মুখে মিষ্টি তুলে দেন।
গত ২৬ জুন অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে ৪ লাখ ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে, তার তীব্র প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার পান এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।
বিডি-প্রতিদিন/০৪ জুলাই, ২০১৮/মাহবুব