মেয়র নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে মতবিনিময় সভা করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। বুধবার সকালে নগরীর সীমান্ত অবকাশে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে দলের সবাইকে কাজ করার নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা।
এসময় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনের আগে সিটি নির্বাচনটি গুরুত্বপূর্ণ। বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সতর্ক থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা।
এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবলু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খায়রুল হাসান জুয়েল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা।
বিডি প্রতিদিন/ফারজানা