রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক ও মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ। গত ১ জুলাই বাছাইয়ের সময় তার প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং অফিসার। এর পর আপিলের মাধ্যমে বুধবার প্রার্থিতা ফিরে পান এই প্রার্থী। ফলে এখন নির্বাচন অংশ নিতে তার আর কোনো বাধা থাকল না।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাসিক নির্বাচনে আপিল কর্তৃপক্ষের প্রধান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১ জুলাই যাচাই বাছাইয়ের সময় মুরাদ মোর্শেদের মনোনয়নপত্র দাখিলের কাগজপত্রে সমর্থক হিসেবে যার নাম দেওয়া হয়েছে তিনি ভোটার না বলে ধরা পড়ে। তিনি একজন ভুয়া ভোটার প্রমাণিত হওয়ায় মুরাদ মোর্শেদের প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং অফিসার। পরে অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ প্রার্থিতা ফিরে পেতে রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন।
গত ২৮ জুন বিকেলে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
বিডি প্রতিদিন/ফারজানা