গাজীপুর জেলা যুবদলের নবগঠিত কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা আগুন দিয়েছে জেলা বিএনপি অফিসে।
গত মঙ্গলবার ঘোষিত জেলা যুবদলের কমিটিতে স্থান না পাওয়া বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিএনপি কার্যালয়ের চেয়ার-টেবিল ও আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে বিএনপি নেতারা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা যুবদলের মুখ চেনা ১৪/১৫ জন নেতাকর্মী বিএনপি কার্যালয়ে এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে উঠার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ওই কার্যালয়ের চেয়ার টেবিল ও আসবাবপত্র পুড়ে যায়।
বিডি-প্রতিদিন/০৪ জুলাই, ২০১৮/মাহবুব