ধর্ষণের দায়ে কুমিল্লার দাউদকান্দির গোপালপুরের আবুল হাসেমের ছেলে কবির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ কুমিল্লার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কবির পলাতক ছিলেন।
রায়ের আদেশে বলা হয়েছে, ধর্ষণের ফলে জন্মলাভকারী কন্যা সন্তানের ভরণপোষণসহ অন্যান্য বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৩ ধারার বিধান মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, এজাহারকারিনীর স্বামীর মৃত্যুর পর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মাটি কাটার কাজ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু তাদের গ্রামের মো. কবির হোসেন তাকে প্রায়ই কুপ্রস্তাব দিত এবং বিভিন্ন সময় ভয়বভীতি দেখাতো। পরে গত ২০০১ সালের ৯ নভেম্বর রাতে দুই টার দিকে কবির হোসেন তার বসতঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ও বিবাহের প্রলোভনে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে এজাহারকারিনী অন্তঃসত্তা হয়ে পড়লে বিষয়টি সে প্রতিবেশীদের জানায় এবং আসামি পক্ষ পেটের বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগ করে। এ ঘটনায় কুমিল্লার দাউদকান্দি থানায় ধর্ষণ মামলা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার