'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত ও মুক্তিতে বাধা দেয়ার' প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
বক্তৃতা দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি।
পরে একই স্থানে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি খান জুলফিকার আলী জুলু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।
বিডি প্রতিদিন/ফারজানা