রাজধানীর মহাখালীর রেলগেট এলাকায় আজ দুপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, দুপুরে মহাখালী রেলগেট এলাকায় রেলক্রসিং পার হচ্ছিলেন ওই যুবক।
এসময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার