আশুলিয়ার মমতাজ হাসপাতালে ভুল চিকিৎসায় বৃহস্পতিবার রাতে লাইলি বেগম (৩২) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় আাশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার পর ডাক্তার এবং হাসপাতাল পরিচালনা কমিটির কাউকেই পাওয়া যায়নি।
আশুলিয়ার ডেন্ডাবর এলাকার আবুল কাসেম লাইলি বেগমের স্বামী। লাইলির স্বজনরা জানায়, টনসিলজনিত সমস্যা নিয়ে লাইলি বেগম (৩২) কে বৃহস্পতিবার বিকেলে বেসরকারি মমতাজ জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। রাত ১২টার দিকে অপারেশন চলাকালে লাইলি মারা যায়।
সাভার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আমজাদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কর্তব্যরত নার্স লাইলীর শরীরে স্যালাইন দিয়েছিলেন। এরপর তাকে চেতনানাশক ইনজেকশন দেয়া হয়। ইনজেকশন দেয়ার কয়েক মিনিটের মধ্যেই লাইলী মারা যায়। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
লাইলির স্বজন রাসেল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘটনা ধামাচাপা দেয়ার জন্য ক্লিনিক কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার কথা বলে লাইলিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আশুলিয়ার থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত নার্স ও চিকিৎসক ডা: মুদ্দাচ্ছির মাহমুদ পলাতক রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, একটি মামলা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তের দ্রুত গ্রেফতার করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা