গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন।
বিষয়টি নিশ্চিত করে নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. অহিদুজ্জামান জানান, হোতাপাড়া এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শুক্রবার সকাল ১০টার দিকে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও জানান তিনি।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই মহাসড়কে অবরোধ চলছিল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম