বরিশালে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে গণমাধ্যম কর্মীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বরিশাল নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে টিআইবি’র আদলে গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সনাক বরিশালের সভাপতি অধ্যক্ষ জাহিদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সনাকের সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও সুজনের মহানগর সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদাসহ বরিশালের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে গণমাধ্যম কর্মীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম