তিনদিনের সফরে রংপুর উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বৃহস্পতিবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন।
এদিন, বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি এবং প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।
জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী শনিবার বেলা ১১টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে তিনদিনের এই সফরে রংপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এরশাদ।
বিডি-প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব