Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৩৯

খুলনায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় নদী থেকে যুবকের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

খুলনার রূপসায় আঠারবেকি নদী থেকে মুছা শিকদার (১৬) নামের এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। তিনি ওই উপজেলার আলাইপুর চরপাড়া গ্রামের মুস্তাকিম শিকদারের ছেলে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়। 

জানা যায়, মুছা শিকদার আলাইপুরে নিজেদের মুদি দোকানে বাবাকে সহায়তা করতেন। বুধবার রাতে তিনি দোকানেই ছিলেন। এর আগে গত বছর মুছা রূপসার গোয়াল বাতান দারুস সুন্নাতিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। কিন্তু পড়াশোনায় মনোযোগ না থাকায় তাকে ব্যবসার কাজে লাগানো হয়।  

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। লাশের নাক থেকে কিছুটা রক্ত বের হয়েছে। তবে দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার জন্য এটা হতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।  

বিডি-প্রতিদিন/২০ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব


আপনার মন্তব্য