বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি বাসষ্ট্যান্ডে বাস ও মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এই দুর্ঘটনার পর বরিশাল-ঢাকা মহাসড়কের ঐ অংশের যানবাহন চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিলো।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আতিয়ার রহমান শেখ জানান, বরিশাল থেকে মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলো। আশোকাঠি বাসস্টান্ড অতিক্রমকালে বিপরিতমুখি একটি মাহেন্দ্রর সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি মহাসড়কের পার্শে একটি গাছের সাথে ধাক্কা খায়। অপরদিকে মাহেন্দ্রটি ছিটকে মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
স্থানীয়রা বাস ও মাহেন্দ্রর যাত্রীদের উদ্ধার করে সংলগ্ন স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। এদিকে দুর্ঘটনার কারণে বাসটি মহাসড়কে আড়াআড়ি হয়ে গেলে মডাসড়কের ঐ অংশ থেকে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা পুলিশের একটি রেকার দুর্ঘটনা স্থলে গিয়ে বাসটিকে সড়িয়ে নিলে বেলা ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর ২০১৮/হিমেল