Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৩৪
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৩৬

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, ভাংচুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।

পুলিশ জানায়, ঈদের আগে আগস্ট মাসের অর্ধেক বেতন দেয়া হয়। বাকি অর্ধেক বেতন ১২ সেপ্টেম্বর দেয়ার কথা ছিল। কিন্তু কারখানার আর্থিক অনটনের কারণে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন ওই সময়ে দিতে পারেনি। শনিবার শ্রমিকরা তাদের ওই বকেয়ার দাবিতে আন্দোলন শুরু করে। একই দাবিতে আজ রবিবার সকালে কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও নিজেদের কারখানাসহ আশেপাশের কয়েকটি কারখানায় ভাংচুর শুরু করে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। এসময় আশেপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের অনেকেই দাবি করেন, আন্দোলন চলাকালে কারখানার পানি পান করে তাদের বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।  

এ ঘটনায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

 


আপনার মন্তব্য