কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের ভিতরের ডাস্টবিনে এক নবজাতকের বিচ্ছিন্ন মরদেহ দেখতে পায় স্থানীয়রা। রবিবার মাথাবিহীন মরদেহটি দেখা যায়।
দেবিদ্বার থানার এসআই খালেদ মোশাররফ জানান, রাতে কোন এক সময় কেউ ডাস্টবিনের ময়লার ভিতরে নবজাতকের লাশ ফেলে যায়। ধারণা করা হচ্ছে কুকুর লাশের মাথা ও দেহের কিছু অংশ খেয়ে ফেলেছে। অন্যান্য অঙ্গ শরীর থেকে আলাদা করে ফেলেছে।
এ ব্যাপারে হাসপাতালের স্টাফ নার্গিস আক্তার জানান, কয়েকদিন পর পর এ হাসপাতালে এমন ঘটনা ঘটছে। গত এক মাস আগে হাসপাতালের ডাস্টবিন থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে আমি তাকে দত্তক নিয়ে লালন পালন করছি।
বিডি-প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব