গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচলনা করে পাঁচ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আ. সালাম সরকার জানান, গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অমান্য করায় পাঁচটি ইটভাটায় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নিভিয়ে দেয় এবং ভেক্যু মেশিন দিয়ে ইটভাটা গুলো ভেঙে ফেলা হয়।
অভিযানে শাকিল ট্রেডিং কর্পোরেশনের মালিককে ৫০ হাজার টাকা, নজরুল ব্রিক্সকে ২০ হাজার টাকা এবং রনি ব্রিক্স, বাশার ব্রিক্স ও তাজিম ব্রিক্সকে ৮০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবাইয়া ইয়াসমিন এসব জরিমানা করেন।
এদিকে ইটভাটা মালিক মো. হানিফ সরকার জানান, সরকার যদি আমাদের ইট তৈরির আধুনিক প্রযুক্তি দেয় তাহলে পরিবেশ সম্মতভাবে আমরা ইট তৈরি করতে পারবো। গাজীপুর সিটিতে ১২৬টি ইটভাটা রয়েছে। এতে প্রতিবছর প্রায় ৮০ থেকে ৯০ কোটি ইট তৈরি হয়ে থাকে। প্রতিটি ভাটায় প্রায় তিন’শ শ্রমিক কাজ করে থাকে। এ মুহূর্তে এ ভাটাগুলো বন্ধ হয়ে গেলে প্রায় ৩৮ হাজার ইটভাটা শ্রমিক বেকার হয়ে পড়বে। বিপুল ক্ষতির মুখে পড়বে ভাটা মালিকরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন