রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডস্থলে পানির চরম সংকট দেখা দিয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজার চুরিহাট্টা এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন নেভাতে কারাগারের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে। রিপোর্ট লেখা পর্যন্ত বকশিবাজার, কারাগার ও মৌলভীবাজারসহ আশেপাশের এলাকায় বিদুৎ দেখা যায়নি। ফলে ভয়ঙ্কর এক অস্বস্তিকর পরিবেশ সেখানে বিরাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট ৩৭টি ইউনিট কাজ করছে।
পুলিশের দুটি জলকামানও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত লাফিয়ে পড়ে ৪৫ জন ও আগুনে পুড়ে ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/কালাম