বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের কোনো একাউন্টিবিলিটি নেই। তাই সব ক্ষেত্রেই তারা খামখেয়ালি আচরণ করছে।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে এসে এমন অভিযোগ করেন তিনি।
তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তারা শুধু কথাই বলে যাচ্ছে।
রোগীদের পাশে দাঁড়াবেন কিনা এমন প্রশ্নের ফখরুল সাংবাদিকদের বলেন, আমাদের অবস্থা এখন সংকটাপন্ন। তবুও আমার সাধ্যমত চেষ্টা করবো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন