সাভারে পৃথক ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার পৃথকস্থান থেকে এসব লাশ উদ্ধার করা হয়। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এসব ঘটনায়।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে বন্ধুর ছুরিকাঘাতে সোহাগ হোসেন নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় অভিযুক্ত দু'বন্ধুকে আটক করেছে পুলিশ।
সন্ধ্যায় সাভারের চাপাইানে এই ঘটনা ঘটে। নিহত সোহাগ সাভারের চাপাইন এলাকার সাইদুর রহমানের ছেলে। সে স্থানীয় স্টুডেন্ট স্কুল অব বাংলাদেশ নামে স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
এদিকে, সাভারের মাহবুবা আক্তার নামের (২২) নামের এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার আলাউদ্দিনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতে নিজ ভাড়া ঘরে ওই গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
অন্যদিকে, সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে এক ছিনতাইকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া সাভারের বিসিক শিল্পনগরী ট্যানারিতে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
এদিকে সাভারের ব্যাংক টাউনের বংশী নদীতে ট্রলার থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, লাশ উদ্ধারের বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সাইদ বলেন, এসব ঘটনায় পৃথক ৪টি মামলা হয়েছে। খুব গুরুতের সঙ্গে মামলার তদন্ত কাজ চলছে।
বিডি প্রতিদিন/০১ মার্চ ২০১৯/আরাফাত