সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার ফাঁসির সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম মামুনের দণ্ড রবিবার রাতে কার্যকর হচ্ছে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার শাহজাহান আহম্মেদ জানান, সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম মামুনের ফাঁসি কার্যকরের প্রস্তুতি রয়েছে।
রবিবার রাতের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর আশা করা হতে পারে। মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকে সাইফুল ইসলাম মামুন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম মামুনের ফাঁসি রবিবার রাতে কার্যকর করা হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি রয়েছে।
২০১২ সালের ৫ মার্চ ঢাকার গুলশানে কূটনৈতিক এলাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করা হয়। পরদিন ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় খালাফ আল আলী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গুলশান থানায় মামলা করে। ওই মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে দণ্ডপ্রাপ্ত আসামিরা ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। পরে ২০১৩ সালে হাইকোর্ট সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল, ৩ জনের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন আদালত।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এমদাদ হোসেন জানান, এ ব্যাপারে আপাতত আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো প্রস্তুতি নেই। বিষয়টি আমাদের এখনো জানানো হয়নি।
বিডি প্রতিদিন/০৩ মার্চ ২০১৯/আরাফাত