রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় সংঘবদ্ধ ডাকাত দলের হোতাসহ ৯ জনকে আটক করেছে র্যাব সদস্যরা।
রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় দলের হোতা স্বাধীনসহ নয় ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৯/মাহবুব