তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গত ২ মার্চ সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী, জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম সাবু, সাধারণ সম্পাদক শেখ বাদল, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রাফিক উল্লাহ, ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান।
রোম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খলিল বন্দুকছি, মিলান লোম্বারদিয়া আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা জাকির, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল হাওলাদার, সদস্য কবিরুল আলমসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। বক্তারা তথ্যমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি পেশ করেন। এসময় মন্ত্রী প্রবাসীদের বিভিন্ন সমস্যা অচিরেই সমাধানের আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার