ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে করা মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। রবিবার মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম দিদার হোসাইন নতুন দিন ধার্য করেন।
নিরাপদ সড়ক নিয়ে শিক্ষার্থীদের গণআন্দোলনের সময় গত ৪ আগস্ট কাজী নওশাবা নিজের ফেসবুক থেকে অত্যন্ত আবেগি কণ্ঠে লাইভ ভিডিও সম্প্রচার করে শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার তথ্য ছড়িয়ে দেন যা গুজব বলে জানা যায়। এ ঘটনায় ৫ আগস্ট র্যাব-১ এর কর্মকর্তা আমিরুল ইসলাম ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।
বিডি প্রতিদিন/হিমেল