রাজধানীর খিলক্ষেত মোড় এলাকায় প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাইদা পরিবহনের বাসটি একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে নিজেই উল্টে যায়। এ ঘটনায় যাত্রীরা অক্ষত অবস্থায় রয়েছেন। প্রাইভেটকারটির ডান পাশে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা অক্ষত রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ