বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কাকরাইলে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ, গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও তেজগাও, মিরপুরে মুক্তিযোদ্ধাদের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট মিলাদ মাহফিলের আয়োজন করে। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এমপি, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি মাইনুদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, এনামুল হক আরমান, মুরসালিন আহমেদ, খোরশেদ আলম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, মোহাম্মদ মাকসুদুর রহমান, সম্পাদক মন্ডলির সদস্য আরমান হক বাবু, খন্দকার আরিফুজ্জামান, সহিদুল ইসলাম হৃদয়সহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত।
মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কমিশনার কমপ্লেক্স মসজিদ’র ঈমাম মাওলানা মোহাম্মদ ইউসুফ।
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের যুগ্ম সম্পাদক কাউন্সিলর একেএম মমিনুল হক সাঈদের মাতা মমতাজ হকের দ্রুত সুস্থতা ও রোগ মুক্তি কামনা করা হয়।
বিকেলে ১৯ বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে দলের সাধারণ সম্পাদকের শারীরিক সুস্থতা কামনায় কোরআনখানি, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
এসময় আবু আহমেদ মান্নাফী, আবুল বাশার, আবদুল হক সবুজ, হেদায়েতুল ইসলাম স্বপন, গোলাম আশরাফ তালুকদার ও কাজী মোর্শেদ কামাল, ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু ও আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক জানান, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিএলএফ মুজিব বাহিনীর বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনা করে কোরআন খতম ও দোয়া করা হয়েছে। রাজধানীর মিরপুরে, তেজগাঁওয়সহ বিভিন্ন জেলায় এই দোয়া করা হয়।
অন্যদিকে, লক্ষ্মিপুর-২ আসনের স্বতন্ত্র এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের উদ্যোগে নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। রায়পুর উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন জানান, প্রতিটি মসজিদে মসজিদে দোয়ার ও মিলাদের আয়োজন করা হয়েছে আমাদের প্রিয় নেতার সুস্থতা কামনা করে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম