রাজধানীর বনানীর ১১ নম্বর রোডের আনসার ক্যাম্প এলাকা সংলগ্ন লেকে একটি শিশুর ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (০৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শিশুটি ডুবে যায়। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করে জানান, লেকে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর