রাজধানীর ডেমরা হাজীনগরে ঝড়ো হাওয়ায় নির্মাণাধীন ভবন থেকে কাঠ মাথার ওপর পড়ে শিউলি বেগম (৪০) নামে এক নারীর মৃতু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বাসার কিছু দূরের রাস্তায় যাতায়াত করছিলেন শিউলি বেগম। এ সময় ঝড়ো বাতাস শুরু হলে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টায় মৃত ঘোষণা করেন।
নিহত শিউলির গ্রামের বাড়ি শরিয়তপুরের সখিপুর উপজেলার হাইমচরে। তবে তিনি হাজীনগর পুরাতন পাঁচ তলা এলাকায় থাকতেন। তার স্বামীর নাম ইমরান হোসেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিউলির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৯/মাহবুব