গাজীপুরের টঙ্গী পূর্বথানাধীন বাশপট্রি এলাকায় আজ বুধবার ভোরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ছোরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের এসআই জহুরুল ও পুলিশ সদস্য বদরুল আহত হয়েছে। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত কাওসার (২৯) টঙ্গী এরশাদ নগর এলাকার মিন্টু মিয়ার ছেলে। একাধিক মামলার আসামি কাওসার নিহতের খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেন এলাবাসী।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে টঙ্গীর চিহ্নিত ছিনতাইকারী কাওসারকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য মতে অন্যান্য ছিনতাইকারীদের আটকের উদ্দেশে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে রাত ৩টার সময় গাজীপুরা বাশপট্রি এলাকায় কাওসারকে ছিনিয়ে নেয়ার জন্য গুলি চালায় তার সহযোগিরা। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়ের মাঝে গুলি চলাকালে ছিনতাইকারী কাওসার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। পরে আহত কাওসারকে ঢামেক হাসপাতাল নেয়ার পথে মারা যায়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন বলেন, ছিনতাইকারী কাওসারকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়, পরে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই পুলিশ সদস্যসহ কাওসার আহত হয়। পরে কাওসারকে ঢামেক হাসপাতাল নেয়ার পথে মারা যায়। কাওসারের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/হিমেল/ফারজানা