একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা (৬৬)সহ ৫ আসামির বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে।
বুধবার চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিন ঠিক করেন।
এর আগে, এ মামলার ওপর উভয়পক্ষের শুনানি শেষে গত ২৮ জানুয়ারি আদালত সিএভি (মামলায় যে কোনো দিন রায়) ঘোষণা করেন।
শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা ছাড়া অন্য ৪ আসামি হলেন মো. আব্দুল খালেক তালুকদার (৬৭), মো. কবির খান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নুরউদ্দিন ওরফে রদ্দিন (৭০)। আব্দুল মজিদসহ ৫ আসামিই পলাতক।
আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৯/মাহবুব