বরিশাল উত্তর জেলা বিএনপির কমিটি গঠনের লক্ষে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোহাম্মদ মীর নাছির উদ্দিন। বুধবার বেলা ১২টায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ অন্যান্যরা।
সভায় গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী হিজলা ও মেহেন্দিগঞ্জসহ উত্তর জেলা বিএনপি নেতৃবন্দ তাদের আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড কিভাবে পরিচালনা করা হবে সে বিষয়ে মতামত ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ, ২০১৯/মাহবুব