গ্যাসের মূল্যবৃদ্ধির পায়তারার প্রতিবাদে এবং এলপি গ্যাস সিলিন্ডার মূল্য কমিয়ে আনার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের জেলা কমিটির উদ্যোগে বুধবার বেলা ১২টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- অধ্যাপক জলিলুর রহমান, সাইদুর রহমান, অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, দেওয়ান আব্দুল রসিদ নিলুু, এস.এম মানিকসহ অন্যরা।
সমাবেশ শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম