খুলনায় হামলা-মামলা ও দলবদলে টানাপোড়েন দেখা দিয়েছে বিএনপিতে। সম্প্রতি সিটি করপোরেশনের বিএনপি ঘরানার ১২ জন ওয়ার্ড কাউন্সিলর কয়েকশ’ নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দিলে সাংগঠনিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলে।
তবে একে দলীয় বিপর্যয় মানতে নারাজ বিএনপি নেতারা। তাদের দাবি, মাঠ পর্যায়ে ঘুরে দাঁড়াতে দলে পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে বিএনপি।
খুলনার স্থানীয় রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল দলবদলের। এরই অংশ হিসেবে গত ২৪ মার্চ সিটি করপোরেশনের বিএনপি ঘরানার ১২ জন ওয়ার্ড কাউন্সিলর কয়েকশ’ নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দেয়। এদের অধিকাংশই ছিলেন খুলনায় বিএনপির সাবেক সাংসদ আলী আজগার লবির অনুসারী। এর মধ্যে দিয়ে স্থানীয় রাজনীতিতে বড় ধরনের ভাঙনের মুখে পড়লো বিএনপি।
আওয়ামী লীগে যোগদান করা বিএনপির কাউন্সিলরদের দাবি, দেশে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে শরীক হতেই তারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
তবে এতে দলীয়ভাবে বিএনপি ক্ষতিগ্রস্থ হবে না বলেন মনে করেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম।
আর মাঠ পর্যায়ে ঘুরে দাঁড়াতে দলে পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এদিকে খুলনায় সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে বিএনপি ঘুরে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা তৃনমূল নেতাকর্মীদের।
বিডি প্রতিদিন/হিমেল