জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য সমতাভিত্তিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর।
বুধবার বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত দক্ষিণ-এশিয়ান আঞ্চলিক আর্ট ও ফিল্ম ফেস্টিভ্যাল ‘রিইনকারনেট-২’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কাজী রিয়াজুল হক বলেন, এবারের সংসদ নির্বাচনে দু’জন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সংরক্ষিত সংসদ সদস্য পদে আবেদন করেছিল। এর থেকেই প্রমাণিত হয় তাদের উন্নয়নে বর্তমান সরকার দৃঢ় সংকল্পবদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনজিও ব্যুরো অ্যাফেয়ার্সের মহাপরিচালক আবদুস সালাম, বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), ঢাকার কানাডিয়ান হাইকমিশনার বিনোত প্রিফোনটেইন, ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রিনি হলেনস্টিন, ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারউইজ, নরওয়ে দূতাবাসের রাষ্ট্রদূত সিটসিল ব্লিকেন, সুইডেনের রাষ্ট্রদূত কারলোটা স্লাইটার, আমেরিকান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন রিফম্যান জোয়েল আর, অফিস-ইনচার্জ, ইউএনএফপিএ'র অফিস ইনচার্জ মিকো নারিতা প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন