রাজধানীর কারওয়ান বাজারে প্রধান সড়কে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। ওই যুবকের পরনে ছিল জিন্স পেন্ট ও ফুলতাহা শার্ট।
বুধবার রাত ৯টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন