ঢাকার কেরানীগঞ্জে জাকির হোসেন (৩৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলীপুর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। জাকির একই এলাকার আবুল হাসেমের ছেলে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাহ আলম বলেন, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার