রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ভেতরে বহু মানুষ আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
বিডি প্রতিদিন/এনায়েত করিম